ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নানক শোক জ্ঞাপন করেন।

বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হলো। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, আদর্শবান ও অতুলনীয় মানবিক গুণের অধিকারী ছিলেন। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি প্রেরিত প্রণব মুখার্জি ছিল গভীর অনুরাগ। তার এই মৃত্যুতে বাংলাদেশ পরম এক বন্ধুকে হারিয়েছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রণব মুখার্জির অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রসঙ্গত, দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতা-উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী ছিলেন। গত ১০ ই আগস্ট হাসপাতালে ভর্তি পর তার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ে। তারপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল রাজনীতির সফলতম এই ব্যক্তিকে। অস্ত্রোপচারের আগে নিজের করণা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি নিজেই। সেটাই ছিল প্রণব মুখার্জির শেষ টুইট।