করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ১২ হাজারের বেশি। সবমিলিয়ে ল্যাটিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ । ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১২ শতাধিক মানুষ মারা গেছে।

ব্রাজিলে নতুন শনাক্ত সাড়ে ৪৪ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৩৫ লাখ ছাড়াল। গত সপ্তাহে ল্যাটিন আমেরিকায় প্রতিদিনই তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও পেরু, কলম্বিয়া ও আর্জেন্টিনায় প্রতিদিনই শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে।

মেক্সিকোতে নতুন ৬২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়াল ৫৯ হাজার। গত মে মাসের পর ২৪ ঘণ্টায় ইতালিতে একদিনে সর্বোচ্চ ৮৪৫ জন শনাক্ত হয়েছে।

করোনার কারণে কুয়েতে জারি করা কারফিউ ৩০ শে আগস্ট থেকে তুলে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। করোনা পরীক্ষা বাড়ানোয় জুন মাসের পরে যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৯৬ হাজারের বেশি; শনাক্ত দুই কোটি ২৮ লাখ ছাড়িয়েছে, সুস্থ এক কোটি ৫৫ লাখের বেশি।