বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর খেয়া ট্রলার থেকে পড়ে নিখোঁজ ফয়েজ আহমেদের (৪০) লাশ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার চার দিন পর গতকাল দুপুরে কীর্তনখোলার দপদপিয়া এলাকায় তার লাশ ভেসে ওঠে। পরে নৌ পুলিশ তার লাশ উদ্ধার করে। ফয়েজ আহমেদ ভোলার চরফ্যাশন উপজেলার সুলতান আহমেদের ছেলে।

বরিশাল নৌ থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, গত বুধবার সকাল ১০টার দিকে বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট থেকে খেয়া ট্রলারে কীর্তনখোলা নদীর পূর্বপ্রান্তের চরকাউয়া যাচ্ছিলেন ফয়েজ আহমেদ। মাঝ নদীতে খেয়া ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন তিনি। ওই দিনই ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। ৪ দিন পর গতকাল দুপুরে দপদপিয়া এলাকায় তার লাশ ভেসে ওঠে। ওসি আল-মামুন জানান, ফয়েজ আহমেদ আগে থেকেই অসুস্থ ছিলেন। খেয়া নৌকা নদীর মাঝ বরাবর পৌঁছলে তিনি অসুস্থ হয়ে নদীতে পড়ে যান। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য ফয়েজের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান। সূত্র: বাংলাদেশ প্রতিদিন