বাংলাদেশ কারাগার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ১৫ আগস্ট শোক দিবসে কারাগারের পক্ষ থেকে প্রকাশিত এক ব্যানারে বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাওয়া হয়।

ব্যানারে উল্লেখ করা হয়, শোকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দের শাহাদাত বরণে আমরা গভীরভাবে শোকাহত।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দের খুনিদের ফাঁসির রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করতে পেরে আমরা গর্বিত।

ব্যানারের নিচের অংশে বঙ্গবন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা করে লেখা রয়েছে, “বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে দমিয়ে রাখার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৩ হাজার ৫৩ দিন অন্যায়ভাবে কারাবন্দি রাখার জন্য মুজিব বর্ষে স্বাধীনতার মহাকাব্যের রচয়িতা চিরঞ্জীব বঙ্গবন্ধুর কাছে বাংলাদেশ জেল দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছে।”

বিষয়টি নিশ্চিত করে সহকারি কারা মহাপরিদর্শক (প্রশাসন) মুহাম্মদ মঞ্জুর হোসেন  বলেন, “কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা মহোদয় এ উদ্যোগ নেন।”