এবার করোনা হানা দিলো বার্সেলোনা শিবিরে। এর আগে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো শিবিরে হানা দিয়ে ছিলো করোনা। বার্সার ক্লেয়ার তেদিবো এবার কোভিড-১৯ পজেটিভ হয়েছেন ।
ঘরোয়া মৌসুম শেষ হলেও শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচে অংশ নিতে পর্তুগাল পাড়ি দেবার আগে নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা করা হয় মেসিদের। বুধবার রিপোর্টে করোনার সংক্রমণ পাওয়া যায় দলের তরুণ ডিফেন্ডার জন ক্লেয়ার তেদিবোর।
ফ্রান্সের এই ডিফেন্ডার এখন সুস্থ আছেন। নিজ বাড়িতেই আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে, নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।