
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,করোনায় আমাদের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে খুব দ্রুত উত্তরণ হবো বলে আশা করছি। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে আজীবন প্রেরণা যুগিয়েছেন শেখ ফজিলাতুন নেছা। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আন্দোলন, সংগ্রামের বিষয়গুলো তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেন বলেই রাজনৈতিক অঙ্গনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন শেখ ফজিলাতুন নেছা।
ছাত্র-শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব বিশেষ অবদান রেখেছেন বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে সবসময় ছায়ার মতো থেকেছেন ফজিলাতুন নেছা। শেখ মুজিবের আদর্শ ধারণ করে নিজের জীবনটাই উৎসর্গ করেছেন। পরে দেশের মেয়েদের ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ধারণ করে পরিবার ও দেশকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকারীদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে নিহত হন শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

