গাইবান্ধার সদর উপজেলার পুকুরের পানিতে ডুবে আবিদ নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিনসিংহা গ্রামের নানার বাড়িতে আজ শুক্রবার (৭ই আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আবিদ বল্লমঝাড় ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোহা মিয়ার ছেলে। মা বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু আবিদ।

স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আজ দুপুরে সহপাঠি শিশুদের সাথে খেলছিল আবিদ। হঠাৎ করে সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু আবিদকে মৃত ঘোষণা করে।