
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনাভাইরাসের টিকা হাতে আসতে পারে। রয়টার্সর একটি প্রতিবেদন অনুসারে, করোনার টিকা কখন পাওয়া যেতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, বছর শেষ হওয়ার আগেই।
এসময় তার কাছে জানতে চাওয়া হয়, ‘৩ নভেম্বরের আগেই?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর আগেই সম্ভব, তবে সময়টা এর ঠিক কাছাকাছি।
ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত করোনার টিকা বাজারে নিয়ে আসতে গিয়ে ক্লিনিক্যাল টেস্ট বা অন্যান্য পরীক্ষার সময় কমানো হবে না।
বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, অন্তত একটি টিকা হয়তো চলতি বছর বাজারে আনা সম্ভব যেটি কার্যকর বলে প্রমাণিত হতে পারে।

