রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় সকাল ১১টার দিকে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আরেকজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়েছে।