শুক্রবার (২৪ জুলাই) শেরপুরে সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিক্ষার্থী ও এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: মো. শাওন (১৬), লাভলু মিয়া (১৩) ও পলাশ মিয়া (২১)।

নিহত শাওন শেরপুর সদর উপজেলার লছমপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আপেল মিয়ার ছেলে ও স্থানীয় এক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষার্থী লাভলু মিয়া সদর উপজেলার তারাকান্দি গ্রামের আব্বাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে শাওন তার বাড়ির পাশে বন্যার পানিতে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অন্যদিকে নিহত লাভলুর পরিবার সূত্রে জানা গেছে, লাভলু শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী এলাকায় বন্যার পানিতে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে, শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে স্থানীয় বিড়নের ঘাট ব্রীজপাড় এলাকায় পানির নিচ থেকে স্থানীয়দের সহায়তায় পলাশের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত পলাশ শুক্রবার দুপুর ১২টার দিকে বিড়নের ঘাট ব্রীজপাড়ে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। প্রায় ১৮ ঘন্টা খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।