করোনার এই ক্রান্তিকালে অনেকেই কম বাজেটে কুরবানী দিতে চাচ্ছেন। কেননা এই করোনার কারণে অনেকের আয় কমে গেলেও কোরবানীর ওয়াজিব ঠিকই আদায় করতে চাচ্ছেন। তাদের কথা বিবেচনা করে রেডি মিট বিডি (Ready Meat BD) দিচ্ছে স্বল্প বাজেটে খাসী কুরবানীর মাধ্যমে কুরবানী আদায়ের সুযোগ।
প্রতিষ্ঠানটির কো-ওনার মুনির হোসাইন বলেন, করোনার এই ক্রান্তিকালেও টাকা-পয়সার জন্য যাতে কোরবানী বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য আমরা কম খরচে খাসীর সার্ভিস দিচ্ছি। প্রতিটি খাসীর মূল্য হবে ৮-১২ হাজার টাকার মধ্যে। গ্রাহকরা চাইলে সরাসরি আমাদের কাছে এসে খাসী দেখে পছন্দ করে নিতে পারবেন। অথবা অনলাইনেও খাসী কেনার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক মোঃ শেখ রহমত উল্লাহ বলেন, রেডি মিট বিডি থেকে খাসী ক্রয় করলে আমরা দিচ্ছি কসাই সার্ভিস, গোশত প্রসেসিং এবং ভুড়ি পরিষ্কারের সুবিধা। সেই ক্ষেত্রে কসাই বাবদ আরো দুই হাজার টাকা দিতে হবে গ্রাহককে।
এছাড়া ঢাকার কিছু নির্দিষ্ট এলাকায় আমরা হোম ডেলিভারি দিব। যা সম্পূর্ণ ফ্রি।
মোঃ শেখ রহমত উল্লাহ আরো বলেন, আমাদের খাসীগুলোতে ১০ থেকে ১৫ কেজি গোশত পাওয়া যাবে বলে আশা করছি। এছাড়া কেউ আরো বড় খাসী চাইলেও আমরা তার ব্যবস্থা করে দিতে পারবো। সেজন্য আমাদের ফেইসবুক পেজ https://www.facebook.com/ReadyMeatBD অথবা ০১৯৭৫০৭০২৯৯/০১৮২২৬৭৬০৬০ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
রেডিমিট বিডি’র মূল সার্ভিস হচ্ছে রেডি টু কুক গরু, খাসী ও মুরগির গোশত ফ্রি হোম ডেলিভারি দেওয়া যা কোনো রকম ধোওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি রান্নার উপযোগী। কুরবানী ঈদের কারণে আপাতত রেডিমিট বিডি’র রেগুলার সার্ভিস বন্ধ আছে। ঈদের পরেই এই সার্ভিস পুনরায় চালু করা হবে। কুরবানী ঈদ উপলক্ষে রেডিমিট বিডি স্বল্প খরচে কুরবানী প্রজেক্ট নিয়ে এসেছে বলেও জানান শেখ রহমত উল্লাহ।
স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানী আদায়ের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের সেবার মূল উদ্দেশ্য বলেও জানান রেডি মিট বিডির তরুণ এই দুই উদ্যোক্তা।