সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পবিত্র কোরআনের নানা দিক তুলে ধরতে তৈরি করা হয়েছে ‘কোরআনিক পার্ক’। দুবাই সরকারের তত্ত্বাবধায়নে নির্মিত এ পার্কে প্রতিদিনই ঘুরতে আসেন অসংখ্য পর্যটক। কোরআনের আলোকে চিকিৎসা ও বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতে এই পার্ক এক নবদিগন্ত সৃষ্টি করেছে বলে মত গবেষকদের।

মহাগ্রন্থ আল-কোরআনে রয়েছে চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ে নানা দিক নির্দেশনা। আর সেই বিষয়টি তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি করা হয়েছে একটি পার্ক। যার নামকরণ করা হয়েছে ‘কোরআনিক পার্ক’। কোরআনের আলোকে বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ে জানতে পার্কটিতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য পর্যটক।

আমি এই পার্কে কাজ করি। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসে। কোরআনে উল্লেখিত বিষয়াগুলো সম্পর্কে ধারণা দিতে বিশাল গুহার মধ্যে আলাদা আলাদা করে ভিডিও প্রদর্শনির ব্যবস্থা করা হয়েছে। এতে দর্শনার্থীরা সহজেই কোরআনের বিভিন্ন বিষয় জানতে পারছেন।

পার্কের কোরআনে উল্লেখিত জয়তুন, কালোজিরাসহ অসংখ্য ফলে গাছ রয়েছে। যা কোরআনে উল্লেখিত বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী করে তুলে। মুসলমানদের পাশাপাশি এই পার্কে অন্য ধর্মের লোকজনও ঘুরতে আসেন।