রামগতি উপজেলায় বসতবাড়ি দখলের উদ্দেশ্যে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়ে করিতোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন-আব্দুল মজিদ (৬০), আব্দুর শহিদ (৬৫) ও নুরুল আলম (আলমগীর)।
স্থানীয়দের অভিযোগ, রামগতি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রাহাতের নেতৃত্বে একদল লোক রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িতে হামলা চালায়। এতে তিনজন আহত হন এবং বাড়ির ভেতরে ভাঙচুর চালিয়ে সম্পদ লুট করে। গত ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্ব চরসীতা গ্রামের ইসমাইল হাফেজের বাড়ির নুরুল আলম (আলমগীর) এর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলমগীরের ছোট ভাই মাহমুদুল হাসান বলেন, ‘রাতে হঠাৎ আমাদের বাড়ির বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালায়। প্রতিরোধ করার আগেই তারা ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং অনেক সম্পদ নিয়ে যায়। আমাদের তিনজন আহত হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘ছাত্রদল নেতা রাহাত রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। নিজেদের বাড়িতে থেকেও আমরা নিরাপদ নই।’
ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রাহাতের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, আমাদের কাছে এক পক্ষ আগেই এসেছে এবং মামলা করেছে। দ্বিতীয় পক্ষ আজ মামলা করতে এসেছে। পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নিবো।