এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দলকে ভরসা জুগিয়েছিলেন ব্যাট হাতে। তিনি ৪৫ বলে করেছিলেন ৫৮ রান। কিন্তু তার ইনিংসের চেয়েও বেশি আলোচনায় আসে অর্ধশতক পূর্ণ করার পর করা উদযাপন।

পঞ্চাশ পেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি ‘গান-শট’এর মতো ভঙ্গি করেন ব্যাট দিয়ে, যা দেখে অনেক ভক্ত বিস্মিত হন। কেউ কেউ তার সমালোচনাও করেন।

ম্যাচের পরদিন সংবাদ সম্মেলনে ফারহানকে এই উদযাপন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না মানুষ এটাকে কীভাবে নেবে। আমি এসব পাত্তা দেই না। এটা শুধু এক মুহূর্তের বিষয় ছিল। আমি সাধারণত অর্ধশতক করার পর কোনো সেলিব্রেশন করি না। কিন্তু সেদিন হঠাৎ মনে হলো একটা সেলিব্রেশন করি। তাই করেছি।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি ছক্কার কথা বলেন, এটা ভবিষ্যতে আরও দেখতে পাবেন। আমি মনে করি, যেখানেই খেলুন, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। এটা শুধু ভারতের বিপক্ষে নয়। প্রতিটি দলের বিরুদ্ধেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে, যেমন আমরা খেলেছি।’

আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরিকল্পনা নিয়ে ফারহান বলেন, শুরুতে দ্রুত উইকেট হারানো তাদের বড় সমস্যা ছিল। সেটি এড়াতে হবে এবং প্রথম ছয় ওভারে রান তুলতে হবে।

তিনি বলেন, ‘শেষ কয়েক ম্যাচে আমরা পাওয়ারপ্লে ভালোভাবে ব্যবহার করতে পারিনি। খুব তাড়াতাড়ি উইকেট দিয়ে দিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ যে পাওয়ারপ্লে কাজে লাগাতে হবে এবং উইকেট হারানো যাবে না। ভারতের বিপক্ষে আমরা পাওয়ারপ্লেতে উইকেট হারাইনি। ১০ ওভারে ৯০ রানের বেশি তুলেছিলাম। মাঝখানে ধস নেমেছিল, তবে আমরা এটা ঠিক করার চেষ্টা করব।’