এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। সেই শ্রীলঙ্কাকে সুপার ফোরের শুরুতে দারুণভাবে হারিয়েছে টাইগারা। বাংলাদেশের এমন এক জয় দেখে সাবেক পাকিস্তান উইকেটরক্ষক কামরান আকমল বললেন, বাংলাদেশের কাছ থেকে খেলা শেখা উচিত পাকিস্তানের।

টাইগারদের প্রশংসা করে কামরান বলেন, একেই বলে কোয়ালিটি ক্রিকেট। এটাই প্রমাণ, আপনাদের কাছে যদি দল ভালো থাকে, ব্যালেন্স ভালো থাকে, তাহলে আপনি ভালোভাবেই রান তাড়া করতে পারবেন। বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী লেগেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে ফেলাটা সহজ কাজ নয় কিন্তু। বাংলাদেশ সে কাজটাই করে ফেলেছে।

তিনি বলেন, দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। কী দারুণ খেলেছে দলটা, কী দারুণ গেম অ্যাওয়ারনেস দেখিয়েছে তারা, রান তাড়া করার যে চাপ, সেটা মনেই হচ্ছিল না একেবারে। বাংলাদেশকে এভাবেই জিততে হতো।

এরপরই তিনি পাকিস্তান ভারত ম্যাচের প্রসঙ্গে বলেন, পাকিস্তান কি ভেবেছিল শ্রীলঙ্কাকে এভাবে বাংলাদেশ হারিয়ে দেবে? তারা ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতেছে, গেম অ্যাওয়ারনেস দেখিয়েছে, ভালো পরিকল্পনার ফল পেয়েছে। মাহেদী হাসানকে খেলিয়েছে, পুরোদস্তুর বোলারদের খেলিয়েছে। পাকিস্তানকেও এভাবে ভাবতে হবে এখন। এক নম্বর দলের বিপক্ষে খেলা, আপনাকে ব্যাট আর বলের ভারসাম্য ধরে রাখতে হবে। আপনি তিন বোলার খেলিয়ে জিততে পারবেন না। আগের ম্যাচে ৪ বোলার খেলিয়ে ফেঁসে গিয়েছিল পাকিস্তান। এখন দলটাকে বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে হবে।

ভারতের বিপক্ষে পাকিস্তানকে কি করতে হবে বাতলে দিয়ে কামরান আকমল বলেন, শাহীন আফ্রিদি আর হারিস রউফ ঠিক আছে। পাকিস্তানকে তিনটা ভালো স্পিনার খেলাতে হবে। অভিষেক শর্মা আছে ওদের দলে, একে দ্রুত আউট করতে হবে। পাওয়ারপ্লের পুরোটা টিকে গেলে ও ৮০ রান বের করে দিতে পারে, তো তাকে দুই ওভারের ভেতরই আউট করতে হবে।