পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীকে নির্দয়ভাবে আক্রমণ করে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভারতের নদিয়ার শান্তিপুরে দাম্পত্য কলহ রূপ নিলো এক ভয়াবহ ঘটনায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। তার অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ যিনি পেশায় একজন শ্রমিক। বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

ছবি দেবনাথের দাবি, টিঙ্কু প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে রাতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। ঝগড়ার এক পর্যায়ে তিনি স্ত্রীর কান টেনে ছিঁড়ে দেন।

ছবির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করান। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার (১৮ আগস্ট) থানায় হাজির হয়ে তিনি স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে  এ বিষয়ে অভিযুক্ত টিঙ্কু দেবনাথ এখনো কোনো মন্তব্য করেননি।

স্থানীয় মহলে এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাম্পত্য জীবনের ছোটখাটো ঝগড়া এমন নৃশংস রূপ নেবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।