যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয়।
অস্কারের ৯৭তম আসরে সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’; মনোনয়নে ছয় শাখায় নাম ছিল পরিচালক শন বেকারের এই সিনেমাটি। মনোনয়ন এবং আলোচনায় পেছনে পড়ে থাকা সিনেমা ‘আনোরা’ জয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর হল আলোকিত।
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতছেন অ্যড্রিয়েন ব্রডি।
এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানা।
আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম শাখায় অস্কার জিতে ইতিহাস গড়েছে ব্রাজিল। ‘আই এম স্টিল হিয়ার’ সিনেমা দিয়ে প্রথমবারের মত অস্কার ঘরে তুলল ব্রাজিল।
সেরা প্রামাণ্যচিত্র শাখায় পুরস্কার পেয়েছে ফিলিস্তিনি ডকুমেন্টারি ‘নো আদার ল্যান্ড’।
প্রথমবারের মতো অস্কার সঞ্চালনা করলেন যুক্তরাষ্ট্রের কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।
অস্কারে জয়ের হাসি হাসল যারা
• সেরা সিনেমা: আনোরা
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড
• সেরা পোশাক পরিকল্পনা: উইকেড
• সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য সাবস্ট্যান্স
• সেরা শিল্প নির্দেশনা: উইকেড
• সেরা শব্দগ্রহণ: ডুন:পার্ট টু
• সেরা সম্পাদনা: আনোরা
• সেরা চিত্রগ্রহণ: দ্য ব্রুটালিস্ট
• সেরা ভিজ্যুয়াল ইফেক্টসব: ডুন: পার্ট টু
• সেরা স্বল্পদৈর্ঘ্য: আই অ্যাম নট আ রোবট
• সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য: ইন দ্য শ্যাডো অব ত্যা সাইপ্রেস