আইপিএলে খেলার জন্য জাতীয় দলের সঙ্গে চুক্তিও বাতিল করেন অনেক ক্রিকেটার। তবে ব্যতিক্রম ছিলেন তাসকিন আহমেদ। আইপিএলের কয়েক দফায় সুযোগ পেয়েও সেখানে খেলতে যেতে পারেননি তিনি।
সম্প্রতি পিএসএল ড্রাফট নিয়েও আলোচনায় ছিল তাসকিনের নাম। কিন্তু তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই এই টাইগার পেসারের কাছে জানতে চাওয়া হয় কিছুটা হতাশ হয়েছে কি না?
জবাবে তাসকিন বলেন, না, দল না পাওয়া হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।
তিনি বলেন, এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে, সেটা হবেই। সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সঙ্গে যোগাযোগ হয়নি।