জনতা ব্যাংক থেকে খেলাপি ঋণ নেয় চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ এস আলম। সেই খেলাপি ঋণের টাকার পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৭৮০ কোটি ৭৫ লাখ টাকার বেশি। টাকা আদায়ে শিল্পগ্রুপটির দুই কোম্পনির সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক। নিলাম ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এস আলম।
জনতা ব্যাংক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে থেকে এক হাজার ৭৭৭ কোটি ৩৮ লাখ টাকা। আর এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কাছে দুই হাজার তিন কোটি ৩৭ লাখ টাকা পাওনা।
ব্যাংকটি বলেছে, শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ না করায় ঋণগুলো খেলাপিতে পরিণত হয়। অসংখ্যবার তলব-তাগাদা দিলেও ঋণ গ্রহীতা পাওনা পরিশোধ করেনি। সে কারণে অর্থঋণ আদালতের আইন অনুযায়ী নিলাম ডেকেছে ব্যাংক।
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত। বুধবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিটি জানিয়েছে, জনতা ব্যাংকের এমন সিদ্ধান্তের বিষয়ে আইনি পদক্ষেপ নেবে গ্রুপের লিগ্যাল বিভাগ। শিগগিরই পদপেক্ষর বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কোম্পানি সচিব আল মামুন বলেন, ‘ডিএসই আমাদের কাছে জানতে চেয়েছিল। আমরা জানিয়েছি, লিগ্যাল বিভাগের আইনজীবীরা দ্রুত জনতা ব্যাংকের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।’
সম্পত্তি নিলামে তোলার বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার বলেন, ‘ব্যাংক টাকা পাবে। এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো তো ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না। নিয়ম অনুযায়ী তাদের খেলাপি দেখানো হয়েছে। ব্যাংক এখন খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া তো কোনো বিকল্প নেই। আইন মেনেই তাদের সম্পত্তি নিলামে তোলা হয়েছে।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে পরিচিত এস আলম গ্রুপ সরকার পতনের পর ব্যবসা পরিচালনায় অনিশ্চয়তার মুখে পড়ে।
বিভিন্ন ব্যাংক থেকে নামে ও ভিন্ন নামে বিপুল অঙ্কের ঋণ নেওয়া শিল্পগ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিদেশে চলে গেছেন। তার এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে। বিভিন্ন ব্যাংকে থাকা শেয়ার হস্তান্তরের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।
আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন, ২০২৪ সালের ৪ অগাস্ট ২১ টাকা ৭০ পয়সায় হাতবদল হওয়া এ কোম্পানির শেয়ার এখন অভিহিত মূল্য ১০ টাকায় দাঁড়িয়েছে।