ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) নেই জয় শাহ। গত বছরের ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। এ সময়ের মধ্যে বিসিসিআইয়ের অন্তর্বর্তী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেবজিৎ সাকিয়া। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের নির্বাচিত সেক্রেটারি হতে যাচ্ছেন। সাকিয়ার মতো প্রভতেজ ভাটিয়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের ট্রেজারার নির্বাচিত হচ্ছেন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিসিসিআইয়ের ইলেক্টোরাল অফিসার ও ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার অকাল কুমার জোতি। প্রকাশিত সেই তালিকায় উল্লেখিত দুই পদে আর কেউ মনোনয়ন জমা দেননি। যে কারণে আগামী ১২ জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে আগেভাগেই জিতে রয়েছেন সাকিয়া ও ভাটিয়া।
এর আগে গত সপ্তাহে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়। মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন দুপুর ২টায় মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়। পরে বিকেল ৫টায় প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
এতদিন বিসিসিআইয়ের ট্রেজারারের দায়িত্ব করে আসছিলেন আশিষ শেলার। গত ১৫ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্র রাজ্যের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই রাজনীতিক। এরপর থেকে বিসিসিআইয়ের ট্রেজারার পদটি শূন্য হয়ে যায়।