মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় (আবদুস সালাম হলরুম) ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। যা চলবে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্যদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে যথাসময়ে উপস্থিত হতে অনুরোধ করেছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস (RBS), ব্লাড গ্রুপ চেকিং, ব্লাড প্রেশারসহ (BP) নানান সুবিধা থাকবে। এ ছাড়া অসুস্থ রোগীদের জন্য পরীক্ষায় বিশেষ ছাড় দেওয়া হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্প সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই কার্যক্রম শুধু ডিএসইসির সদস্যদের জন্য প্রযোজ্য।