দেশের সব থানায় আগামী ডিসেম্বরের মধ্যেই কমিটি গঠন করবে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সংগঠনটির ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন।’

গত ২ নভেম্বর ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। তাতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন।

কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। সেদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।