দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে হেরেছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ভর করে জিতে যায় আফগানিস্তান। টাইগারদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে গেছে হাশমতউল্লাহ শহিদীর দল।
এর আগে দিনের শুরুতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে ভালো শুরুর পর মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার ব্যাটাররা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রান এবং মেহেদী হাসান মিরাজের ৬৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।
সিরিজ হারের পর অধিনায়ক মিরাজ বলেন, এটা কঠিন ছিল, তবে ছেলেরা ভালো করেছে বিশেষ করে রিয়াদ ভাই। সমস্যাটা হয়েছে মিডল ওভারে আমরা উইকেট তুলতে পারিনি।
তিনি বলেন, শেষ দুই ম্যাচে যদি তাকাই তাহলে দেখি যে উইকেট কিছুটা স্পিনিং ছিল যে কারণে শুরুতে আজ ব্যাটিং নিয়েছিলাম। তবে শিশিরের কারণে উইকেট সহজ হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, তাদের ব্যাটাররা ভালো করেছে, বিশেষ করে গুরবাজ এবং ওমরজাই। অনেকদিন পর আমরা শারজাহতে খেললাম বিশেষ করে ওয়ানডে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে সেদিকেই আমরা ফোকাস রাখছি।