রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। তবে ফুটপাতের দোকানগুলো থাকবে।

যত প্রভাবশালী হোক চাঁদাবাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি থেকে উন্নত করা হবে।

তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।