কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় দৈনন্দিন জীবনের মান পাল্টে যাচ্ছে। গোয়েন্দাদের যদি কোনো একটি তদন্তের কাজ সম্পন্ন করতে ৮১ বছর প্রয়োজন হয়, সেই কাজ এআই করবে মাত্র ৩০ ঘণ্টায়!

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী এমন একটি এআই টুল পরীক্ষা করে দেখছে। এর মাধ্যমে দেশটির কুখ্যাত কয়েকটি মামলা সমাধান ও সম্ভাব্য সূত্র শনাক্ত করার চেষ্টা চলছে, যেগুলো ম্যানুয়ালি হয়তো অসম্ভব।

অস্ট্রেলিয়ায় তৈরি টুলটির নাম ‘সোজ’। যা একইসঙ্গে ভিডিও ফুটেজ, আর্থিক লেনদেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল ও অন্যান্য অ্যাকাউন্ট বিশ্লেষণ করতে সক্ষম। এর মূল্যায়নে দেখা যায়, এটি ২৭টি জটিল মামলার প্রমাণাদি মাত্র ৩০ ঘণ্টায় পর্যালোচনা করতে পেরেছে, যা একজন মানুষের পক্ষে করতে সময় লাগত আনুমানিক ৮১ বছর।

যুক্তরাজ্যের ‘ন্যাশনাল পুলিশ চিফস’ কাউন্সিল’-এর প্রধান গ্যাভিন স্টিফেনস বলেছেন, দেশের সবচেয়ে পুরোনো ও কুখ্যাত মামলা, যেগুলো সমাধান করা সম্ভব হয়নি, সে ক্ষেত্রে এই প্রযুক্তি সহায়ক হিসেবে কাজ করতে পারে। আমার ধারণা, এ ধরনের প্রযুক্তির সহায়তায় যেসব মামলা চাপা পড়ে গেছে, সেগুলোও পর্যালোচনা করা সম্ভব’।