ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেছেন, পুলিশ বাদী হয়ে আর কোন মামলা নিবে না। আগে পুলিশ বাদী হয়ে মামলা নেয়ার একটা প্রবণতা ছিল কিন্তু আমরা এখন পুলিশ বাদী হয়ে মামলা নেয়া বন্ধ করে দিয়েছি। আপনারাই মামলা করবেন, আপনরাই আপনাদের আসামিদের চিহ্নিত করবেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলার গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, এখন মূল যে সমস্যা, সেটা আসলে কি তা আমাদের নির্ধারণ করতে হবে। আপনরা বলেছেন যে, পুলিশ আগের মতো রিয়েক্ট করছে না। পুলিশ কেন কাজ করছে না সেটা আপনারা ভালো করেই বোঝেন।

আমরা যারা নতুন এখানে পদায়ন হয়েছি, তাঁরা চেষ্টা করছি পুলিশ এর ভিতরে সক্রিয় করা জন্য। তাদের আবার আপনাদের কাছে আগের মতো যাওয়ার জন্য। এজন্য মিডিয়ার সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন। আপনারা পজেটিভ নিউজ করবেন, আমাদের পক্ষে নিউজ করবেন, আমাদের ভয়ভীতি কাটিয়ে আমরা যেন জনগণের কাছে গিয়ে ভালোভাবে কাজ করতে পারি।