
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার জন্য তেল আবিব তার পরিকল্পনা হালনাগাদ করছে। বেনি গান্তজ তার ভাষায় বলেন, ইরান যদি পরমাণু কর্মসূচি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায় তাহলে ইসরাইল তাতে হামলা চালাবে। পার্সটুডে।
মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ এসব কথা বলেন।
ফক্সনিউজ তার কাছে জানতে চায়- ইরানের পরমাণু কর্মসূচিতে হামলার জন্য ইসরাইল তার প্রস্তুতি সম্পন্ন করেছে কিনা। জবাবে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বলেন, “হামলার পরিকল্পনা আমাদের হাতে রেখেছি এবং আমরা সেগুলোকে ধারাবাহিকভাবে হালনাগাদ করবো।
তিনি বাগাড়ম্বর করে বলেন, “ইরানের পরমাণু কর্মসূচির বাড়াবাড়ি অবশ্যই থামাতে হবে। যদি বিশ্ব তা করে তাহলে সেটি খুব ভালো কথা, আর যদি তা না করে তবে আমরা অবশ্যই স্বাধীনভাবে সে কাজ করব এবং আমরা নিজেদেরকে নিজেরাই রক্ষা করব।”

