আন্দ্রে পিরলোর দল ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’য় স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ পরে আবার জয় পেলো জুভেন্টাস।
মঙ্গলবার প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশলে জুভেন্টাসকে আটকে রাখে স্পেৎসিয়া। তবে দ্বিতীয়ার্ধে পয়েন্ট তালিকার নিচের সিরির দলটার কোনও বাধাই আর আটকাতে পারেনি লিগ চ্যাম্পিনদের।
৬২ মিনিটে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদ্রিকো চিয়েসা। আর শেষ মুহুর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে বড় জয়ের আনন্দে মাতে জুভেন্টাস।
এই জয়ে ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, ইন্টার মিলান।