বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নবনিযুক্ত নতুন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি জন ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মার্কিন সিনেট ব্লিনকেনের নিয়োগ নিশ্চিত করে। ওই পত্রে মোমেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বাংলাদেশ সফরের জন্য ব্লিনকেনকে আমন্ত্রণ জানান।
শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন, নিরাপত্তাসহ দুই দেশের জন্য প্রযোজ্য অভীষ্ট লক্ষ্য অর্জনে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেন, আইনের শাসন ও বিচার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র।
রোহিঙ্গাদের বিষয়ে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে মোমেন আশা প্রকাশ করেন, এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে বাইডেন প্রশাসন আরও কার্যকরভাবে সম্পৃক্ত হবে।