
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডা. সাঈদ নামাকি বলেছেন, ইরানে টিকা তৈরির ইতিহাস অনেক পুরনো। এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানই প্রথম টিকা তৈরি করতে সক্ষম হয়। পার্সটুডে
তিনি আরও বলেন, যারা বলছে এই প্রথম ইরানে কোনো টিকার পরীক্ষা চলছে তারা ভুল করছে। কারণ একশ’ বছর আগে অর্থাৎ ফার্সি ১৩৯৯ সালে ইরানে পাস্তুর ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। এর চার বছর পরই প্রতিষ্ঠা করা হয় রাজী ইন্সটিটিউট।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,সব ইরানি নিজেদের তৈরি টিকা নিয়েই শৈশব শুরু করেছে।
তিনি আরও বলেন, ইরান থেকে এশিয়ার বিভিন্ন দেশে ভ্যাকসিন রপ্তানি হয়েছে। এই অঞ্চলের দেশগুলোতেও ভ্যাকসিন সরবরাহ করা হতো। তবে নানা কারণে এ ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ৩০ বছর আগে তিনি নিজেও ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন বলে উল্লেখ করেন সাঈদ নামাকি।
আজ ইরানে মানবদেহে করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

