
বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা করোনা মহামারিতে ১০ মাস বিরতির পর ক্রিকেটে ফিরছেন। সালমা-রুমানাদের গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকে আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি ।
এই লম্বা বিরতি কাটিয়ে আগামী ৩ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে মাসব্যাপী অনুশীলন ক্যাম্প। ক্যাম্পের তত্ত্বাবধানে থাকবেন সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটি।
এই ক্যাম্পে ডাক পেয়েছেন ২৯ ক্রিকেটার। ক্যাম্প চলাকালীন হবে পাঁচটি একদিনের প্রস্তুতি ম্যাচ।
২৯ জনের দল: সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজাতুল কোবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পুজা চক্রবর্তী, মোমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।

