২৫ ডিসেম্বর মুক্তি সারা বিশ্বে পাবে ওয়ান্ডার ওম্যান চলচ্চিত্রের দ্বিতীয় ভাগ ওয়ান্ডার ওম্যান ১৯৮৪। ঢাকার ব্লকবাস্টার সিনেমাসেও হলিউডের অ্যাডভেঞ্চার-অ্যাকশন ছবিটি একই দিনে প্রদর্শিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের মাকেটিং ইনচার্জ মাহাবুবুর রহমান।
ছবিতে অভিনয় করেছেন গ্যাল গ্যাদত, ক্রিস্টেন উইগ, ক্রিস পাইন ও পেদ্রো পাস্কালসহ আরও অনেকেই। পরিচালনা করেছেন প্যাটি জেঙ্কিন্স।
ওয়ান্ডার ওম্যান জনপ্রিয় ডিসি কমিকসের একটি চরিত্র। আর এই চরিত্রের ওপর নির্ভর করে ১৯৭৪ সালে টেলিভিশনের জন্য একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়।
পরবর্তীতে ২০১৭ সালে ওয়ান্ডার ওম্যান ছবিতে অভিনয় করেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। সেটি পরিচালনা করেছিলেন প্যাটি জেঙ্কিন্স। এবার আসছে চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি ওয়ান্ডার ওম্যান ১৯৮৪।