বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর তার নতুন গান নিয়ে আসছেন। এবার তার সঙ্গে গানে কণ্ঠ দেবেন তারান্নুম আফরীন। ‘ব্যর্থ জীবন’ নামে একটি গানে তারা কণ্ঠ দিয়েছেন। সৌমিত্র ঘোষ ইমন গানটি নিয়ে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন ।
এতে অভিনয় করেছেন শুভ্র মেহরাজ, শাকিলা পারভীন এবং আশিকুজ্জামান অপু। অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী তারান্নুম আফরীন শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর পাশাপাশি নিজের অফিসিয়াল চ্যানেলেও নিয়মিত গান করছে।
নতুন গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ফিল্মি ঢঙে চিত্রায়িত মিউজিক ভিডিওটি বলে কয়ে বিদেশি চলচ্চিত্রের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।
নতুন ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘তারান্নুম আফরীনের সঙ্গে এটাই আমার প্রথম গান। ভালো লেগেছে। ভিডিওটিও দর্শকদের কাছে ভালো লাগবে আশা করছি।’
গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘একেবারেই মিষ্টি একটা প্রেমের গান করলাম। আসিফ আকবরের সঙ্গে ডুয়েট। অবশ্যই শ্রোতা-দর্শকরা বিশেষ কিছু পাবেন।’
গানটি আসছে ৪ ডিসেম্বর সাউন্ডটেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।