আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ক্ষমতা হস্তান্তর খুব সহজ হবে না বলে উদ্বেগ ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন, বিষয়টি ডোনাল্ড ট্রাম্প নিজেই অনেক বেশি জটিল করে ফেলবেন। পার্সটুডে।

যদিও মার্কিন আইনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সুস্পষ্ট করে নির্দেশনা দেয়ার রয়েছে তারপরেও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পরাজয় মেনে নিতে রাজি হন নি। বিধায় এ আশঙ্কা জোরদার হচ্ছে যে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া খুব সহজ হবে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করে তিনি বরং আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। যদি বিষয়টি তাই হয় তাহলে কোথাও কোথাও হয়তো নতুন করে ভোট গণনা করতে হতে পারে; যার কারণে ক্ষমতা হস্তান্তর সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড স্থগিত হয়ে যাবে।

কংগ্রেসের রিপাবলিক দলের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ আইনি লড়াই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে যা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিপজ্জনক প্রভাব ফেলবে। সূত্র বলছে, “আমরা যখন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো তখন কিন্তু বিশ্ব বসে থাকবে না।”

ওয়াশিংটনে অবস্থিত আমেরিকার একটি মিত্র দেশের দূতাবাস থেকে বলা হয়েছে, “অনিশ্চিত ঘটনাবলী নিয়ে আমরা খুবই চিন্তিত। এই ধরনের লড়াই আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর।