বিনোদন ডেস্ক: বলিউডের কয়েকজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর মধ্যে নোরা ফাতেহি অন্যতম। এই অভিনেত্রী কাজের চাপে একেবারে বেসামাল হয়ে পড়েছিলেন। নোরার পরিচিতি রয়েছে বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবেও।

বরাবর আরোচনায় থাকেন তিনি। কখনো কখনো কাজ আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন এই অভিনেত্রী। নোরা কয়েক বছর ধরে নিজের কাজ নিয়ে বেশ তিক্ততায় ছিল তিনি। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন সেই অভিজ্ঞতার কথা।

নোরা ফাতেহির কাছে তখন জানতে চাওয়া হয়, যদি তার জীবনের ওপর কোনো ডকুমেন্টারি তৈরি করা হয়, তাহলে কোন সময়টি তুলে ধরা কঠিন হবে। সে উত্তরে নোরা বলেন, ‘সম্ভবত গত চার-পাঁচ বছরের সময়টি। কারণ, এ সময় আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে, যারা অনেকেই জানেন না। খুবই বিশৃঙ্খল সময় ছিল এটা, বলা যায় চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম। সময়টি নিয়ে কথা বলা আমার জন্য কঠিন। যদি কখনো ডকুমেন্টারি করার সিদ্ধান্ত নিই, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখব।’

সে সময়ের বর্ণনা দিয়ে সাক্ষাৎকারে নোরা বলেন, ‘সময়টা আমার কাছে রোলার কোস্টারে রাইড করার মতো ছিল। সে সময় শুটিং সেট আমার কাছে একেবারেই নতুন। যখন আমার প্রথম ছবির দৃশ্যে পরিচালক ‘কাট’ বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গেই চরিত্র থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন পরিচালক বলেছিলেন, যখন আমরা কাট বলি, তখন আপনাকে চার-পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর চরিত্র থেকে বের হতে হবে। আমি আগে এসব জানতাম না। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তখন শুটিং সেট থেকে অনেক কিছু শিখেছিলাম।’

মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। নোরার সাফল্য নিয়ে তার পরিবার কী মনে করে তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথম দিকে, যখন আমি এই যাত্রা শুরু করি, তখন সবাই মনে করেছিল আমি পাগল।

কেউ আমাকে সমর্থন করেনি। যদিও এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে, যেখানে কোনো বন্ধু, পরিবার, যোগাযোগ বা সম্পর্ক নেই, সে জায়গাটি কতটা অদ্ভুত হতে পারে তা বুঝেছি। আমি একমাত্র যে সীমা ছাড়িয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি ভাবারও বিষয় না। তাই আমার পরিবার এ নিয়ে আমাকে কিছু বলেনি, বরং সমর্থন করেছে এবং গর্বিতও।