উত্তরের জেলা পঞ্চগড়ে নভেম্বরের শেষ ভাগে এসে শীত জেঁকে বসেছে । গত তিনদিন ধরে এ জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ জেলায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে।

বৃহস্পতিবার ভোরে জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান।

তিনি জানান, গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও আজ ভোরে তাপমাত্রা আরও কমে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।

ঘন কুয়াশার কারণে সকালে সড়কের যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুঁটছে কাজের সন্ধানে।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু-আল-হাজ্জাজ বলেন, ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে।