ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে এক রোগীর মাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে হাসপাতালের এক ওয়ার্ডবয় ওই নারীকে যৌন নির্যাতন করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনাটি পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ঘটেছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে কলকাতার কড়েয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী তার অসুস্থ সন্তানকে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে ভর্তি করেছিলেন। শনিবার রাতে সন্তানকে পাশে নিয়ে ঘুমানোর সময়, এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। অভিযুক্ত যুবক এই নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রেখেছিলেন।

ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে কড়েয়া থানায় মামলা করা হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামে বাস করেন, যদিও পুলিশের মতে, তার মূল বাসস্থান ত্রিপুরা রাজ্যে।

পুলিশ অভিযুক্তের মোবাইল জব্দ করেছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা।