নানা নাটকীয়তার পরে ইসলামী ধারার স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনরায় নিয়োগ পেলেন মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকেই তিনি তার দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন স্ট্যান্ডার্ড ব্যাংকে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিগত স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও তার পরিচালক ছেলের আক্রোশের শিকার হয়ে এপ্রিল মাসে এমডি হিসেবে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন হাবিবুর রহমান। যদিও বাংলাদেশ ব্যাংক তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। চলতি বছরের মে মাসে মৌখিকভাবে হাবিবুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্দেশনা দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও হাবিবুর রহমানকে এমডি হিসেবে ফেরানো হয়নি ব্যাংকে। নানান কারসাজির মাধ্যমে সময়ক্ষেপণ করে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন। ২৩ বছর আগের মার্কেন্টাইল ব্যাংকের একটি মামলায় রহস্যজনকভাবে চার্জশিটে নাম উঠে যায় হাবিবুর রহমানের। যার কারণ দেখিয়ে ব্যাংকের এমডি হিসেবে পুনরায় নিয়োগ দিতে অস্বীকৃতি জানায় তৎকালীন বোর্ড।
কিন্তু সব বাঁধা বিপত্তি পেরিয়ে ব্যাংকটির এমডি হিসেবে পুনরায় নিয়োগ পেলেন হাবিবুর রহমান। আজ থেকে তার নতুন যাত্রা শুরু বলে জানান তিনি। খবর সংযোগকে হাবিবুর রহমান বলেন, ‘আমার বিশ্বাস ছিল আল্লাহর প্রতি। আমি জানি আমি কোন অপরাধ করিনি। শুধুমাত্র একজন পরিচালকের মর্জি অনুযায়ী আমি কাজ না করায় ব্যাংক থেকে আমাকে সরে যেতে বাধ্য করা হয়। সবকিছু জেনে কেন্দ্রীয় ব্যাংক আমাকে আবার কাজ করার সুযোগ দিয়েছে। এবার ব্যাংকটিকে এগিয়ে নেওয়ার যুদ্ধ শুরু করবো আবার’।
হাবিবুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংকে নিয়োগ পাওয়ার আগে ইউনিয়ন ও সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।তার আগে এনসিসি ও যমুনা ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক দিয়ে ক্যারিয়ার শুরু করা হাবিবুর রহমানের রয়েছে প্রাইম, মার্কেন্টাইল ও শাহজালাল ইসলামী ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।