হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে থানার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাস শায়েস্তাগঞ্জ থানার কদমতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।