স্বৈরাচারী শাসকের পতনের ৪০ দিন পূর্ণ হওয়ায় উদযাপিত হলো ‘স্বৈরাচারের চল্লিশা’। এটি সাধারণভাবে মৃত ব্যক্তির স্মরণে পালন করা হলেও, এবারের আয়োজনটি ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অনুষ্ঠিত ‘চল্লিশা’।

গত ৫ আগস্ট ক্ষমতার মসনদ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর, এই ‘স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই আয়োজনের আয়োজন করে মিরপুরবাসী। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নৈশভোজের আয়োজন করেন।

চল্লিশা উপলক্ষে গরু জবাই এবং বিরিয়ানি রান্নার আয়োজন করা হয়। পাশাপাশি দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়।

রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর এবং এলাকাবাসী।