স্বৈরশাসকদের প্রেতাত্মা ভর করেছে সরকারের ঘাড়ে । সরকার প্রধান আমৃত্যু যেভাবে ক্ষমতায় থাকতে চান সেভাবেই কথা বলছেন তার নেতারা এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, আমৃত্যু ক্ষমতায় থাকতে মাদার অব অটোক্রেটে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিচারের ভয়ে আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকতে চায়। সরকার নিজেই অরাজকতা ও প্রতিষ্ঠান ধ্বংসে নেমেছে। প্রতিষ্ঠান ধ্বংসের প্রচেষ্টা দেশের জন্য অশনিসঙ্কেত। বিচারক ও প্রশাসনের লোকজন রাজনৈতিক কর্মীর মতো বক্তব্য রাখছেন।

রিজভী আহমেদ বলেন, সরকারের সমালোচনা করার কোনো স্পেস রাখবে না; যদি আইনশৃঙ্খলা বাহিনী, বিচারকরা একপক্ষের হয়ে নামে। সরকারকে জিজ্ঞেস করতে হবে, কেন খালেদা জিয়াকে শর্তের জালে আটকে রেখেছে। এটা আর বেশি দিন রাখা যাবে না।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, তারপর জিয়ার কবরে শ্রদ্ধা। দলের মধ্যে ভিন্নমত থাকলেও নেতাদের খোলামেলা সব জায়গায় বক্তব্য দেওয়া ঠিক নয় বলেও জানান তিনি।