
সুলতান ইউনিভার্সাল বিডি (লোগো)
শরীয়তপুর জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘সুলতান ইউনিভার্সাল বিডি’ বর্তমানে দেশীয় ভোক্তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু মানসম্মত পণ্য বাজারে এনেছে।
সুলতান ইউনিভার্সাল বিডির পণ্যের তালিকায় রয়েছে— ডিটার্জেন্ট পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যান্ডওয়াশ, ডিসওয়াশ, চা-পাতা, চানাচুর ও চিকেন চানাচুরসহ আরও কিছু পণ্য।
ভোক্তাদের চাহিদা ও মান বজায় রেখে স্থানীয় বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে সুলতান ইউনিভার্সাল বিডি।
ভোক্তারা জানান, স্থানীয় ব্র্যান্ড হিসেবে সুলতার ইউনিভার্সাল বিডি ইতিমধ্যে তাদের আস্থা অর্জন করতে শুরু করেছে। মান ধরে রাখতে পারলে অল্প সময়ের মধ্যেই তারা দেশব্যাপী পরিচিতি লাভ করবে। এ ছাড়া বর্তমান পণ্যের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় আরও কিছু পণ্য যোগ করলে আরও ভালো সাড়া পাবে বলে মনে হচ্ছে।
মো. জাহিন নামে একজন ভোক্তা বলেন, আমি আমার পরিবারের জন্য সুলতান ইউনিভার্সাল বিডি থেকে পণ্য কিনেছি। তাদের পণ্যের মান ভালো। প্রতিষ্ঠিানটি যদি তাদের মান ধরে রাখতে পারে তাহলে দেশের বড় বড় কোম্পানির সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা করতে পারবে।
এ বিষয়ে সুলতান ইউনিভার্সাল বিডির পরিচালক মো. ফাহিম বলেন, আমরা ভোক্তাদের হাতে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের পণ্যে কোনোরকম ভেজাল নেই। তাই আমাদের পণ্য দেশের বাজারে আস্থার সঙ্গে স্থান করে নিতে সক্ষম হবে বলেই আমরা বিশ্বাস করি।
ফেসবুক লিংক: https://www.facebook.com/sultanuniversalbd