সেনাবাহীনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় র্যাবের কাছে তদন্তাধীন সবকটি মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন,র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
সোমবার (১৭ আগস্ট) রাতে কক্সবাজারের আর্মি রিসোর্টে সংবাদ সন্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ কথা জানান।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন র্যাবের হাতে আসলে ওই প্রতিবেদনের সব তথ্য, উপাত্ত আমলে নিয়ে যাচাই-বাছাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, র্যাব নিজস্ব গতিতে সততা ও বস্তুনিষ্ঠতা দিয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার তদন্ত করবে। পর্যায়ক্রমে সব আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি প্রদীপসহ সিনহা হত্যায় ৩ মূল অভিযুক্তকে যেকোনো মূহুর্তে রিমান্ডে নেওয়া হবে।
এর আগে, বিকেলে সিনহা হত্যার ঘটনাস্থল টেকনাফের শামলাপুর বাহারছড়া পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।