স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে রিজেন্ট হাসপাতাল প্রতারণা ও জালিয়াতির মামলার আসামি সাহেদকে ।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার রিজেন্ট হাসপাতালের প্রতারণায় গ্রেফতার সাহেদের মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে র‌্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে র‍্যাবে হস্তান্তর করা হয়। জানা গেছে, তদন্তের স্বার্থেই সাহেদকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

বহুল আলোচিত বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ১৫ জুলাই ভোর সাড়ে পাঁচটায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

র‌্যাবের হাতে গ্রেফতারের পর মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলা ডিবিতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের নির্দেশে উত্তরা পশ্চিম থানা পুলিশ মামলাটি ডিবিতে হস্তান্তর করে। ডিবি (উত্তর) মামলাটি তদন্তের ভার নেয়। পরে র‌্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।