সড়ক দুর্ঘটনায় যশোর, মাদারীপুর ও কুড়িগ্রামে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন, যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় ও মিশন পাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস।
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাদভি নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্ত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মারা যায় সে।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শামছুল হক নামের এক যাত্রী নিহত হয়েছেন। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাস সদরের কাঁঠালবাড়ি বাজার সংলগ্ন নুরুল্লাহ ফাজিল মাদ্রাসা এলাকায় পৌছিলে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আহসান পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুত্বর আহত শামছুল হককে কুড়িগ্রাম থেকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।