সারাদেশে চলতি বছরে এখন পর্যন্ত ৩৬২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৬ রোগী এখনো হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অধিদপ্তরের তথ্যমতে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে হাসপাতালে ভর্তি আছেন একজন ডেঙ্গু রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ছয়জনই ঢাকার।
চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে ৩৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩৪৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
এবছর ডেঙ্গু সন্দেহে একটি মৃত্যু পর্যলোচনার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। পর্যলোচনা শেষে মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
গতবছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এই রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।