বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশিক মিয়া হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এর আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ।

এদিকে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘আজ সকালে আনিসুল হককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। তাকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, ‘সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক আশিক মিয়া। ২৩ আগস্ট তার মা কুলসুম বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।