দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন শেষে সূচক ও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের দাম কমলেও সিএসইর বাজারে বেড়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.১২ পয়েন্ট বেড়ে ৫৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচক ডিএসই শরিয়া সূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে ১২৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৯২ পয়েন্ট কমে ২১০৭ পয়েন্টে অবস্থান।
আর ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
ডিএসইতে এদিন মোট ৬২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকা।
এছাড়া আজ লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে-অগ্নি সিস্টেমস, লিন্ডে বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সোনালী আঁশ, এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবনেসিনা ও অ্যাকমি ল্যাবরেটরিজ।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ সার্বিক সূচক বা সিএএসপিআই ৩৪.৫৭ পয়েন্ট বেড়ে ১৬১৬১ পয়েন্টে, শরিয়া সূচক ৫.৫২ পয়েন্ট বেড়ে ১০৩১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১.২২ পয়েন্ট কমে ১৩০৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে এদিন ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির কোম্পানির শেয়ার দর।