বলিডের বাদশা শাহরুখ খান। ভক্তকূলে সবসময়ই তার সমান চাহিদা ও জনপ্রিয়তা। সম্প্রতি তার একটি পুরনো ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় বেশ আলোচিত হচ্ছে।
যেখানে সাজিদ খান বাদশাকে জিজ্ঞাসা করেন, শাহরুখ খানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? এর উত্তরে দেখা যায় তিনি তার হাতের ফাইলটি ছুঁড়ে ফেলে দেন। তার ঠোঁটে ধরা পড়ে একটা হাসি, ব্যাকগ্রাউন্ডে ভেসে উঠে শাহরুখের ডায়লগ ডন। অভিনেতার পাশে বসে ছিলেন আনুশকা শর্মা। প্রশ্নের উত্তরে তাকে দেখা যায় দীর্ঘ হাসিতে…। দর্শকরাও সজোরে হাততালি দিচ্ছিলেন।
ভিডিও ক্লিপটি সাজিদ খান ও রীতেশ দেশমুখ সঞ্চালিত টিভি চ্যাট শো ‘ইয়ারো কি বারাত’র। জি টিভির এই অনুষ্ঠানে আনুশকা-শাহরুখ বিশেষ অতিথি হয়েছিলেন ‘জিরো’ মুক্তির আগে।
আনুশকা তার বলিউড সফর শুরু করেন শাহরুখের হাত ধরে। যশরাজ ফিল্মসের ‘রব নে বানাদি জোড়ি’তে একসঙ্গে দেখা মিলেছিল এই জুটির।
২০১৮ সালে শাহরুখকে সবশেষ দেখা গিয়েছিল ‘জিরো’তে। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি। এরপর সিলভার স্ক্রিনে অভিনেতাকে আর দেখা যায়নি।