বলিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা রাভিনা ট্যান্ডন। তবে খুব একটা জমেনি এই নায়িকার সঙ্গে শাহরুখ খানের পর্দায় রসায়ন।
ক্যারিয়ারের জুটি বেঁধে মাত্র তিনটি ছবি করেছেন তিনি। জামানা দিওয়ানা, ইয়ে লামহে জুদাই কে আর জাদু। এর মধ্যে দ্বিতীয়টার কাজ শুরু হয়েছিল ১৯৯৪ সালে, কোনো রকমে ছবি শেষ হয়ে তা মুক্তি পায় ২০০৪ সালে। অন্যদিকে তিন নম্বর ছবিটার কাজ বন্ধ হয়ে যায় মাঝপথেই!
সেটি কেন জানেন? রাভিনা আর শাহরুখের জুটি দর্শকদের মনে ঝড় তুলতে পারেনি। তাইতো প্রযোজকরা অর্থ লগ্নি করতে চাননি।
এদিকে ভারতীয় ছবির ইতিহাসে, বিশেষ করে প্রেক্ষাপটে যদি পাহাড় থাকে, তা হলে শাহরুখের গালে টোল পড়া হাসি আর দুই হাত ছড়িয়ে দেয়ার ভঙ্গি একটা নিজস্ব জায়গা দখল করে রেখেছে। হিমাচল প্রদেশের বরফে মোড়া উপত্যকায় সেভাবেই সম্প্রতি ধরা দিলেন রাভিনা!
ওই অঞ্চলে একটি প্রোজেক্টের কাজে গেছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সেখানে শাহরুখ খানের মতো করে ছবি পোস্ট করেছেন রাভিনা। সঙ্গে সুইজারল্যান্ডের শাহরুখ উত্তর প্রদেশে এই কথাটুকুও লিখতে ভোলেননি! তার মানে কী রাভিনা শাহরুখকেই মিস করছিলেন?